মহেশখালীতে মদের কারখানা থেকে গ্রেফতার -১
০৫ ফেব্রুয়ারি, ২০২৩, 9:08 PM

NL24 News
০৫ ফেব্রুয়ারি, ২০২৩, 9:08 PM

মহেশখালীতে মদের কারখানা থেকে গ্রেফতার -১
জুয়েল চৌধুরী, মহেশখালী ( কক্সবাজার)
উপজেলার ছোট মহেশখালী ইউপিতে মদের কারখানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদ, মদ তৈরীর উপাদান (ওয়াশ) সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি স্থানীয় সিপাহীর পাড়া এলাকার বশরত আলীর ছেলে নুরুল আজিম।
৫ ফেব্রুয়ারি (রবিবার) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় স্থানীয় নুরুল আলমের মালিকানাধীন চোলাই মদের কারখানায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ১৬০ লিটার চোলাই মদ, ১০০ লিটার মদ তৈরীর উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- জনৈক নুরুল আজিম দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশীয় তৈরী চোলাই মদ প্রস্তুত করে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানা পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর।
ওসি তদন্ত জানান, কারখানার মালিক নুরুল আজিমের বিরুদ্ধে মহেশখালী থানায় আগের একটি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে আরেকটি মামলা করছে।