ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

মহেশখালীতে প্যারাবন রক্ষায় উপকূলীয় বন বিভাগের এ্যাকশান

#

০২ সেপ্টেম্বর, ২০২৩,  10:21 PM

news image

তাহজীবুল আনাম:

অবশেষে প্যারাবন কেটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ্যাকশানে নেমেছেন বন বিভাগ। কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে প্যারাবনের গাছ কেটে চিংড়িঘের নির্মাণ করে অবৈধভাবে দখলকৃত প্রায় ২৫০ একর জায়গা দখলমুক্ত করেছে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর  থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা টানা অভিযান পরিচালনা করে প্যারাবনের এসব জায়গা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। 
সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদের নেতৃত্বে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীসহ বিভিন্ন বিটের স্টাফরা অভিযানে অংশ নেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুর রহমান। 

তিনি বলেন, হোয়ানকের অমাবশ্যাখালীর বগাচতর এলাকায় অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ২৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। 

আব্দুর রহমান জানান, প্যারাবন কেটে অবৈধ দখলদার বিরুদ্ধে আমাদের শক্ত  অবস্থান রয়েছে।  দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, প্যারাবন রক্ষায় কোন ছাড় দেয়া হবেনা। শনিবার সারারাত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী