ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

মহেশখালীতে প্যারাবন কাটার দায়ে মামলা, স্কেভেটর জব্দ

#

১৫ আগস্ট, ২০২৪,  9:47 PM

news image
গোরকঘাটা রেঞ্জ অফিসার মো. আইয়ুব আলী'র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার অফিস:

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবন কেটে ঘের নির্মাণকালে একটি স্কেভেটর জব্দ করেছে বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ অফিস। এঘটনায় পানিরছড়া এলাকার মোহাম্মদ সিকদারকে প্রধান আসামি করে  ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বন বিভাগ।  গত ১৩ আগষ্ট দুপুরে গোরকঘাটা রেঞ্জ নিয়ন্ত্রিত ঝাপুয়া বিটের হোয়ানক  ইউনিয়নের অমাবস্যাখালী মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ অফিসার মো. আইয়ুব আলী। তিনি জানান- অবৈধভাবে প্যারাবন কেটে ঘের নির্মাণের খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয় । এসময় একটি স্কেভেটর জব্দ করে গোরকঘাটা রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়েছে। এই বিষয়ে মহেশখালী কোর্টে মামলা দায়ের করা হয়, এতে আসামি করা হয়েছে  ৯ জনকে। পানিরছড়া এলাকার মোঃ সিকদার এর নেতৃত্বে প্যারাবন কাটা হয়েছে। প্যারাবন কাটার দায়ে এই  সিকদারের নামে এর আগেও  ৬-৭ টি মামলা আছে। প্যারাবন রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন - উপকূলীয় বন বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা,  সহকারী বন সংরক্ষক মহোদয়ের নির্দেশে, নৌবাহিনী ও মহেশখালী  উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে আমার সাথে ছিলেন  বিট কর্মকর্তা ঝাপুয়া ও গোরকঘাটা, চরণদ্বীপ ও মহেশখালী রেঞ্জের স্টাফ। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী