ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাৎ, মহিলা মেম্বার ও স্বামীকে তলব

#

২৩ মার্চ, ২০২৩,  11:20 PM

news image

মিজবাহ উদ্দিন আরজু মহেশখালী (কক্সবাজার) 

মহেশখালী উপজেলার কুতুবজোমে কর্মসৃজন প্রকল্পের টাকা মারধর করে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহিলা মেম্বারের স্বামীর বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগী কয়েকজন শ্রমিক ও মহিলা শ্রমিকের স্বামী মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ নিয়ে গেলে তা খতিয়ে দেখেন পিআইও অফিস। পরে অভিযুক্ত ইউপি সদস্য লাল জর বেগম ও তার স্বামী সোলাইমানকে আজ ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে পিআইও অফিসে এনে জিজ্ঞেসাবাদ চালিয়য়েছে প্রশাসন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লাল জর বেগমের স্বামী মো: সোলাইমান প্রতিবারে কর্মসৃজন প্রকল্পের টাকা আসলে বাড়ি এসে গালিগালাজ করে ৮ হাজার থেকে ৪ হাজার টাকা নিয়ে যায় এ পর্যন্ত ১৪ হাজার টাকা নিয়ে যায় রাজিয়া বেগম থেকে। এছাড়াও একই কায়দায় সুফিয়া,মছুদা,মোহছেনা,জহুরা বেগমসহ আরও কয়েকজন থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেডে নিয়ে যায়। এনিয়ে শুক্কুর, মছুদা নোনাজ সহ কয়েকজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ প্রতিবেদকের হাতে এসেছে। 

এবিষয়ে জানতে ভুক্তভোগী রাজিয়া ও তার স্বামী জানান আমরা গরীব মানুষ, আমাদের টাকা থেকে অর্ধেকে মহিলা মেম্বারের স্বামী সোলাইমান কেড়ে নিয়েছে। আমরা লিখিত অভিযোগ নিয়ে ইউএনও বরাবর এসেছি। আমরা প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।  

এবিষয়ে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান - এবিষয়ে তিনি কিছু জানেন না। মহিলা মেম্বার ও তার স্বামীকে কি কারণে ডেকেছে তা  তিনি জেনেই বিস্তারিত জানাবেন বলে প্রতিবেদককে জানান। 

এবিষয়ে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ জানান- কর্মসৃজন প্রকল্পের কয়েকজন শ্রমিকের টাকা কেড়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য ও তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে । বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী