ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

মহান শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

#

নিজস্ব সংবাদদাতা

০৬ জুলাই, ২০২৫,  9:18 PM

news image

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র দশই মহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস এবং সমগ্র মানবমন্ডলীর মুক্তির মহা শাহাদাত দিবস উপলক্ষে পটিয়ায় আলোচনা ও সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে আয়োজিত সমাবেশে সংগঠনের উপজেলা সভাপতি খোরশেদুল আলম মোরশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আবু তালেব সারতাজ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, কেন্দ্রীয় নেতা এমফিল গবেষক আল্লামা রেজাউল কাউসার, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, জেলার নেতা কামরুল ইসলাম নকিব, উপজেলার নেতা মাওলানা শরীফ সরওয়ার, নজিবুল কবির রাহগীর, লুতফুর রহমান, জেলার সংগঠক মহিলা নেত্রী সাবিনা সাদাত সাবা, উপজেলার নেতা মাওলানা নজরুল ইসলাম, ক্যাপ্টেন মহসিন মাওলানা ফরিদুল ইসলাম, আব্দুর রহিম, আবুল কালাম, গোলাম সরওয়ার, মীর সুজন, জেলার সংগঠক ও মহিলা নেত্রী হোসনে আরা আক্তার, সালমা আকতার, জিনু আক্তার, ববি আক্তার, উম্মে হাবিবা ও উপজেলা স্টুডেন্ট ফ্রন্টের সংগঠক সজিব মোকাররম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “দশই মহররম শুধু ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক চিরন্তন বার্তা। ইমাম হুসাইন (রাঃ) এর কারবালার মহা শাহাদাত আজও সকল নির্যাতিত মানুষের প্রেরণা হয়ে আছে।”

তারা আরও বলেন,“কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার, সত্যের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলার। এই শিক্ষা আমরা আজকের সমাজে বাস্তবায়ন করতে চাই।"

নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত ।

নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান ।

উল্লেখ্য, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব প্রতি বছরই এই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। সমাবেশে  জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী