মসজিদে ডুকে মুসল্লিকে হত্যা ১৪ বছর পর সাজা
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, 11:49 PM

NL24 News
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, 11:49 PM

মসজিদে ডুকে মুসল্লিকে হত্যা ১৪ বছর পর সাজা
কক্সবাজার অফিস
কক্সবাজারের চকরিয়া খুটাখালীর আব্দুল মজিদ হত্যা মামলার আসামী খোকনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
একইসাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খুটাখালী ইউনিয়নের নাইফের ঘোনার উত্তর ফুলছড়ির গ্রামের আইয়ুবের ছেলে মোঃ খোকন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. ফরিদুল আলম। তিনি রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধী তার যথাযথ শাস্তি পেয়েছে।
২০০৮ সালে চকরিয়ার খুটাখালির উত্তর ফুলছড়ি জামে মসজিদে মাগরিবের নামাজপড়া অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে আব্দুল মজিদকে হত্যা করে মো: খোকন। ১৪ বছর পর মামলার রায়ে খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।