মদ্যপানে প্রাণ গেল পটিয়ার সাউন্ডম্যানের, শোকে স্তব্ধ পরিবার
নিজস্ব সংবাদদাতা
০৯ জুলাই, ২০২৫, 12:33 AM

নিজস্ব সংবাদদাতা
০৯ জুলাই, ২০২৫, 12:33 AM

মদ্যপানে প্রাণ গেল পটিয়ার সাউন্ডম্যানের, শোকে স্তব্ধ পরিবার
মোরশেদ আলম : চট্টগ্রামের পটিয়ায় মদ্যপানে এক যুবকের নির্মম মৃত্যু ঘটেছে। বিয়ের আনন্দঘন মঞ্চে সাউন্ডম্যান হিসেবে কাজ করতে এসে নিজের প্রাণটাই হারালেন এনজয় নাথ (২৮)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন আর পাড়া-মহল্লায়।
জানা গেছে, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের শীলপাড়ার সুমন নাথের ছেলে এনজয় নাথ পেশায় সাউন্ডম্যান। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ছোট-বড় অনুষ্ঠানেই সাউন্ড সরঞ্জাম নিয়ে কাজ করতেন। রবিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করতে যান এনজয়।
সেই বিয়ের আনন্দে মত্ত হয়ে কিছু যুবকের সঙ্গে মদ্যপানে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীর খারাপ হয়ে পড়ে। শুরু হয় বমি, মাথা ঘোরা আর শ্বাসকষ্ট। প্রথমে তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে চিরবিদায় নেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালের বারান্দায় বিলাপ করতে করতে বৃদ্ধ বাবা সুমন নাথ বলছিলেন,"আমার ছেলে তো শুধু সাউন্ডম্যান ছিল না, সে ছিল আমাদের সংসারের আশ্রয়। এই বয়সে আমাদের রেখে সে চলে গেল!"
মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হয়। পাড়া-মহল্লার লোকজন শোকাহত হয়ে বলছিলেন,"কতবার বলেছি এসব মদের ঝামেলায় যাস না, শুনল না এনজয়। আজ জীবনটাই চলে গেল।"
স্থানীয়দের মতে, এনজয় নাথ ছিলেন হাসিখুশি, পরিশ্রমী ও জীবন সংগ্রামী এক তরুণ। তার মৃত্যু যেন পুরো এলাকার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন, এই ঘটনা শুধু এক পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, পুরো পটিয়াকে ভাবিয়ে তুলেছে।