ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতুতে অগ্নিকাণ্ড
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 9:53 AM

NL24 News
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 9:53 AM

ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেতুতে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার পর প্রায় ৪০মিনিট রেল চলাচল বন্ধ ছিল।
আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, রাত ৮টায় আমার মোবাইলে জনৈক ব্যক্তি জানায়- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ বিদ্যুৎ অফিস এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে রেলসেতুতে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস সাথে সাথে আশুগঞ্জ রেলসেতুতে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পাশাপাশি ভৈরবের নৌ ফায়ার যৌথভাবে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভৈরব নৌ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পর আগুন নিভাতে সক্ষম হয়। তবে সময়মতো আমরা না পৌঁছালে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। আমরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারায় আগুনটা বড় হতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে রেলসেতুকে রক্ষা করতে পেরেছি।
আগুন লাগার কারণ সম্পর্কে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানর রহমান জানায়, সেতুর ওপর বিদ্যুতের তার এবং ইন্টারনেটের তারে শর্টসার্কিট হয়ে এ আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
এদিকে আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (বিক্রয়) অফিসের সহকারী প্রকৗশলী আবু জাফর বলেন, রেলসেতুকে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় আগুন বড় হতে পারেনি।