ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

ব্রাজিলের জয় হলেও নেইমারের চোখে পানি!

#

২৫ নভেম্বর, ২০২২,  6:08 AM

news image

কাতার বিশ্বকাপটা দারুন ভাবে শুরু করেছে সেলেসাওরা। সার্বিয়াকে রিচার্লিসনের জোড়া গোলে হারিয়ে অসাধারণ একটি জয় তুলেনিয়েছে নেইমারের দল। ব্রাজিল দলের জন্য জয়টা সুখময় হলেও পুরোনো একটি বিপত্তি বেধেছে তাদের মাঝে। দল থেকে ছিটকে পড়তে পারেন নেইমার। গোড়ালিতে চোট পাওয়ায় সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমারকে প্রত্যাহার করা হয়েছিল। প্যারিস সেন্ট-জার্মেই তারকাকে তার ডান পায়ের গোড়ালিতে ফোলা দেখা গেছে এবং চোটের উপর বরফের প্যাক নিয়ে বেঞ্চে বসে থাকতে দেখা যায় এই তারকাকে। তখন এই নান্দনিক খেলোয়াড়ের চোখে জলও দেখতে পাওয়া যায়।

সার্বিয়ার সাথে ব্রাজিলের জয়টা দারুন হলেও মাঠে ইউরোপের এই দেশটি ছেড়ে কথা বলেনি। তাইতো প্রতিপক্ষ ব্রাজিলের শক্তি রুখতে বারবারই নেইমারকে পড়তে হয়েছে মাটিতে।  

দলের চিকিৎসকরা খেলার পরপরই নিশ্চিত করেছেন যে নেইমারের গোড়ালি মচকে গেছে, যদিও ইনজুরি তাকে পরের ম্যাচ থেকে দূরে রাখবে কি না তা স্পষ্ট নয়।

ব্রাজিল দলের চিকিৎসক, রদ্রিগো লাসমার বলেছেন,নেইমার শুধু তার ডান পায়ের গোড়ালি পেঁচিয়েছে এবং সেটি ফুলে গেছে।

তিনি আরও জানান, আগামী  ২৪ ঘন্টার মধ্যে আঘাতটি কীভাবে বিকশিত হয় তা দেখা গুরুত্বপূর্ণ । চিকিৎসা শুরু করাহয়েছে এবং আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে । তার বিশ্বকাপ ঝুঁকির মধ্যে আছে কিনা তা এখনই বলা খুব মুশকিল, আমাদের শান্ত হতে হবে এবং দেখতে হবে সে কীভাবে এগিয়ে যায়।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল