ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

ব্যাংকে যাওয়ার পথে ১২ লাখ টাকা লুট ৫ ডাকাত গ্রেপ্তার

#

২৯ মার্চ, ২০২৩,  8:25 PM

news image

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে


বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। 


পুলিশ সুপার জানান, জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে মনোহারী ব্যবসায়ী মোস্তফা কামালের দোকানে কাজ করেন চাচাতো ভাই মিজবাহুল ইসলাম। গত ২৭ মার্চ দুপুরে ধারা বাজারের রূপালী ব্যাংকে ১২ লাখ টাকা জমা দিতে পাঠানো হয় মিজবাহুলকে। টাকার ভর্তি ব্যাগ নিয়ে মাহেন্দ্র দিয়ে মিজবাহুল ধারা যাবার পথে ডাকাত দল ছুরিকাঘাত করে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৮ মার্চ (মঙ্গলবার) ব্যবসায়ী মোস্তফা কামাল বাদি হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। 


ওই ঘটনায় জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (২৭), মো. রফিকুল ইসলাম (২৬), মো. ফাহিম (২০), মো. রিপন মিয়া (২৫) ও আরাফাত হোসেন আকাশকে (২৪) আটক করে পুলিশ। তারা সবাই হালুয়াঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দলটির সদস্যরা। 


এরপর পুলিশ রিপনের কাছ থেকে একটি স্লুইচ গিয়ার চাকু, ফাহিম ও ইলিয়াসের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও। 


গ্রেপ্তারকৃত পাঁচজনকে বুধবার আদালতে সোপর্দ করা হলে রিপন মিয়া ও আরাফাত হোসেন আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ গ্রেপ্তার ইলিয়াছ ও রিপনের বিরুদ্ধে ইতোপূর্বে অপরাধের তথ্য পায়।


পুলিশ সুপার আরও জানান, ডাকাতির ঘটনায় মোট ৮ জনের তথ্য পাওয়া গেছে। বাকি তিন সদস্য ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী