ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বৌদ্ধধর্মীয় গুরু উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া

#

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:04 PM

news image

বরগুনা প্রতিনিধি 

হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরগুনার তালতলী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 শুক্রবার(৪ফেব্রুয়ারী) সকালে খাওয়াদাওয়া শেষে দুপুরে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসঙ্ঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত মহাথেরোর দেহ সৎকার করা হয়। 


পুরো অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নরনারী অংশ নেন। এ ছাড়া পটুয়াখালী বরগুনা খাগড়াছড়ি বান্দরবান এলাকর বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশগ্রহণ করেন। প্রায়ত উসুগান্দাথোরের দেহ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শবদাহ অনুষ্ঠানস্থলে সইং নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। নানা অনুষ্ঠান শেষে বিকেলে ডুমাবাজির মাধ্যমে (স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এক প্রকার বারুদ ভর্তি গোলা) প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর দেহ সৎকার করা হয়। 


উল্লেখ্য গত বছরের(২৯নভেম্বর)তালতলী উপজেলার অন্যতম উপজেলা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো ৮৩বছর বয়েসে পরলোক গমন করেন। সনাতনি প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের কফিনে সংরক্ষণ করে রাখা ছিল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী