ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বোর্ডই ঠিক করবে আমার কখন বিশ্রাম দরকার: সাকিব

#

১২ মার্চ, ২০২২,  6:29 PM

news image

ক্রীড়া প্রতিবেদক | সাকিব আল হাসানের বিশ্রাম বা ছুটির বিষয়ে কোনো প্রসঙ্গ উঠলেই সমর্থক পর্যায়ে প্রশ্ন দেখা যায়, ব্যক্তি খেলোয়াড় সাকিব কি পুরো ক্রিকেট বোর্ডের চেয়ে বড়? এর উত্তর অবশ্যই, ‘না!’ কেননা কোনো সংগঠনের চেয়ে নির্দিষ্ট ব্যক্তি কখনও বড় হতে পারে না।

সেই একই কথা এবার জানালেন সাকিব নিজেও। শনিবার বিসিবি ভবনে সংবাদ মাধ্যমে সাকিব জানিয়েছেন, এখন থেকে তার বিশ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ডই। তাকে কখন বিশ্রাম দিতে হবে বা বিশ্রাম নেওয়া দরকার সেটি বোর্ডের হাতেই ছেড়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

অনেক নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর বিশ্রামের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আর পাপন জানিয়েছেন, রোববার রাতেই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন সাকিব।

নিজের সিদ্ধান্ত বদলের বিষয়ে জানানোর সময় সাকিব বলেন, ‘পাপন ভাইর সঙ্গে গত পরশু রাতেও কথা হয়েছে। কাল, আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকবো।’

এসময় বিশ্রামের বিষয়টি পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নেবে কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই এটা হবে। তো আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও এভেইলেবল।’

কিন্তু তিনি নিজে এভেইলেবল থাকলেও, তাকে কি দক্ষিণ আফ্রিকায় দেখা যাবে? কেননা সাকিবকে তো প্রায় দুই মাসের বিশ্রাম দিয়েছে বিসিবি। এখন সেই বিশ্রামের সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব? গেলে কবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন পাপন।

তার ভাষ্য, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই এভেইলেবল সাকিব। আগামীকাল (রোববার) রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে ওকে (বিশ্রাম দিয়ে) দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই।’

মূলত মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম নিতে চাচ্ছিলেন সাকিব। এখন সেই বিশ্রামের সিদ্ধান্ত থেকে সরে আসার পর তার আশা, দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গেলে হয়তো মন আগের চেয়ে ভালো হবে।

সাকিব বলেন, ‘এখন অনেক ভালো অবস্থায় আছি। দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিন্ন জায়গায় গেলে মানসিক অনেক পরিবর্তন হয়। আশা করি সেরকম কিছু হবে এবং দলের জন্যও ভালো পারফর্ম করতে পারবো।’

//জাগো

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী