বোনের ওপর রাগ করে ১১ বছরের শিশুর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি, ২০২২, 2:52 PM

NL24 News
২৮ ফেব্রুয়ারি, ২০২২, 2:52 PM

বোনের ওপর রাগ করে ১১ বছরের শিশুর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রোববার রাত ৮টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে দুই বছর বয়সি ছোট বোনের ওপর রাগ করে খাদিজা আক্তার (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
নিহত খাদিজা আক্তার স্থানীয় স'মিল মিস্ত্রি আওলাদ শেখের মেয়ে। খাদিজা নরুন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের মা লাইলি আক্তার জানান, দুপুরে খাবারের পর খাদিজা তার দুই বছর বয়সি ছোটবোন হাজেরার সঙ্গে মোবাইল ফোন নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে মোবাইল ফোনটি রেখে দেয় সে। তার কিছুক্ষণ পর পাশের বাড়িতে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে খাদিজা। তাকে আমি নিষেধ করলে আমাকে শুয়ে থাকতে বলে। পরে আমি চার মাসের রহিমা ও দুই বছরের হাজেরাকে ঘরে ঘুম পাড়াতে যাই।
পরে ঘুম থেকে উঠে খাদিজাকে না দেখে তার খোঁজ নিতে যাই। ঘর থেকে বের হয়ে দেখি গোসলখানার সামনে ছোট্ট চারা আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মেয়ে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আখন্দ বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা এসআই আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।