ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বোনের ওপর রাগ করে ১১ বছরের শিশুর আত্মহত্যা

#

২৮ ফেব্রুয়ারি, ২০২২,  2:52 PM

news image
নিহত খাদিজা আক্তার

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রোববার রাত ৮টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে দুই বছর বয়সি ছোট বোনের ওপর রাগ করে খাদিজা আক্তার (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে।

নিহত খাদিজা আক্তার স্থানীয় স'মিল মিস্ত্রি আওলাদ শেখের মেয়ে।  খাদিজা নরুন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের মা লাইলি আক্তার জানান, দুপুরে খাবারের পর খাদিজা তার দুই বছর বয়সি ছোটবোন হাজেরার সঙ্গে মোবাইল ফোন নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে মোবাইল ফোনটি রেখে দেয় সে। তার কিছুক্ষণ পর পাশের বাড়িতে খেলতে যাওয়ার জন্য বায়না ধরে খাদিজা। তাকে আমি নিষেধ করলে আমাকে শুয়ে থাকতে বলে। পরে আমি চার মাসের রহিমা ও দুই বছরের হাজেরাকে ঘরে ঘুম পাড়াতে যাই।

পরে ঘুম থেকে উঠে খাদিজাকে না দেখে তার খোঁজ নিতে যাই। ঘর থেকে বের হয়ে দেখি গোসলখানার সামনে ছোট্ট চারা আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মেয়ে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আখন্দ বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা এসআই আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী