ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

বোনের ইজ্জত রক্ষা করতে ভাইয়ের যুদ্ধ : আটক -২

#

১২ জুন, ২০২২,  7:37 PM

news image

কক্সবাজার অফিস :

কক্সবাজার সদরের খুরুশকূলে বোনকে ‘উত্যক্তকারিদের হাত থেকে বাঁচাতে গিয়ে’ তিন যুবকের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভাই। এ ঘটনায় রোববার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে  অভিযুক্ত ২ যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা মো. রায়হান ও কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আরমান। 


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি জানান, ভুক্তভোগী তরুণী ও ছেলেসহ তাদের মা থানায় এসে অভিযোগ দেওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হই। 



 

হামলাকারী যুবকদের মধ্যে মো. জামাল নামে আরেকজন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 


জানা গেছে, হামলার শিকার যুবক আব্দুল মোনাফ ও ভুক্তভোগী তরুণী খূরুশকূল আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা ভাই-বোন। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত এক তরুণীকে খালি গায়ে জড়িয়ে ধরা এক যুবককে জনৈক যুবক গাছের ডাল জাতীয় কিছু একটা নিয়ে বেধড়ক মারধর করছে। তারপরও তরুণীকে জড়িয়ে ধরে রয়েছে মারধরের শিকার যুবকটি। মাঝে মধ্যে যুবকটিকে লাথি মারছে হামলাকারী। পরে খালি গায়ের আরেক যুবক এসে কিল-ঘুষি ও লাথি মারছে তরুণীকে জড়িয়ে ধরা যুবকের উপর। ঘটনাস্থলে ঘোরাঘুরি করা আরেক যুবক সহায়তা করছিল হামলাকারীদের।


ঘটনার সময় সেখানে আশপাশে উপস্থিত থাকা কেউ একজন মারধরের ঘটনার ভিডিওটি ধারণ করেন। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।



 

শনিবার রাতে তরুণীকে জড়িয়ে ধরা যুবককে মারধর করার এ ধরণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্রই সমালোচনার ঝড় উঠে।


ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে মারধরের শিকার আব্দুল মোনাফ জানান, নির্যাতনের শিকার তরুণী তার বোন। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে তাদের ফ্ল্যাট রয়েছে। তার বোন মামার বাড়ি যাওয়ার পথে প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে জামাল, রায়হান ও আরমান নামের তিন যুবক পথ আটকে নোংরা ভাষায় কথা বলে।


‘বাধা পেয়ে আমার বোন ফিরে আসতে চাইলে বখাটেরা বার বার পথ আটকাচ্ছিল। প্রকল্প থেকে ঘটনাটি দেখে আমি দৌঁড়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অমূলক আচরণ করার কারণ জানতে চাইলে বখাটেরা লাঠি দিয়ে আমার বোনকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে বোনকে বাঁচাতে আমি জড়িয়ে ধরি।’ 


ভুক্তভোগী এ যুবক অভিযোগ করে বলেন, হামলাকারিরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি ও লাথির পাশাপাশি লাঠি দিয়ে বেধড়ক মারধর চালিয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী