ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী? ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আইসিটিবিডি কেন একটি ভুল ফোরাম

বৈষম্যবিরোধী ছাত্রকে পিটিয়ে ভেঙে দেওয়া হলো হাত

#

নিজস্ব সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৪,  12:20 PM

news image
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য অনিক সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের ঐতিহাসিক বঙ্গজল রানী ভবানী রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অনিক সরকারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনিকের ডান হাত ভেঙে গেছে।

অনিক সরকার অভিযোগ করেন, সন্ধ্যা সাতটার দিকে পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার সহযোগী মনি মোটরসাইকেল যোগে এসে তাকে অতর্কিতে হামলা করে। শিপলু কাঠ দিয়ে আঘাত করলে তার হাত ভেঙে যায়। আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে চিৎকার শুনে তারা ছুটে আসেন। পরে অনিককে আহত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সহযোগী মনি জানান, বড় ভাই শিপলু তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করে। এ সময় অনিক তর্কে লিপ্ত হলে তাকে একটি থাপ্পড় দেয়। এ ছাড়া অন্য কিছু নয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে থানা কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। শিগগিরই লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল