ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আইসিটিবিডি কেন একটি ভুল ফোরাম

বেরিয়ে এলো ত্রিভুজ প্রেমের চাঞ্চল্যকর কাহিনি

#

নিজস্ব সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৪,  11:54 AM

news image
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে কলেজছাত্র সুমন মিয়ার মরদেহের সন্ধান পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে ত্রিভুজ প্রেমের এক চাঞ্চল্যকর কাহিনি।

এ ঘটনায় নিহত সুমনের কথিত প্রেমিকা, তার বাবা এবং প্রেমিক রবিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা মামলায় সন্দেহভাজন প্রেমিকা ও তার বাবাকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে রবিনের নাম প্রকাশ পায়। এরপর ময়মনসিংহ থেকে অভিযান চালিয়ে রবিনকেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মিয়া। একই কলেজের সহপাঠী এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক ছবি পাওয়া গেছে। তবে একই সময় ওই তরুণী ময়মনসিংহের নটরডেম কলেজের শিক্ষার্থী রবিনের সঙ্গেও সম্পর্কে জড়ায়। একপর্যায়ে রবিন ও তরুণী মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন এসব তথ্য স্বীকার করেছে।

গত ৪ নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনে তরুণী। শহরে কিছু কেনাকাটার পর বিকালে সজবরখিলা এলাকায় রবিনের বাসায় নিয়ে তাকে হত্যা করে লাশ উঠানে মাটিচাপা দেওয়া হয়।

সুমনের খালা কল্পনা বলেন, "সুমনকে আমি ছেলের মতো করে বড় করেছি। আজকে এই মেয়েটা আমার সুমনকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।"

পুলিশ জানায়, রবিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির উঠানে মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল