বেনাপোলে অস্ত্রসহ একজন আটক
১০ এপ্রিল, ২০২২, 3:35 PM

NL24 News
১০ এপ্রিল, ২০২২, 3:35 PM

বেনাপোলে অস্ত্রসহ একজন আটক
নিজস্ব প্রতিনিধি : রবিবার ভোরে অস্ত্র কারবারী রমজান মোল্লা (২৮) নামে একজনকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করেছে যশোর ডিবি পুলিশ।
বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রমজান মোল্লাকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করা হয়। আটককৃত রমজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।