বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে
নিজস্ব সংবাদদাতা
২৬ জানুয়ারি, ২০২৫, 10:18 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ জানুয়ারি, ২০২৫, 10:18 PM

বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিলেন ছেলে
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) :- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের ফয়েজ আহমেদ মাষ্টারের বাড়ি এলাকায় সম্পত্তি লিখে না দেওয়ার জেরে বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মেজ সন্তান সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
রবিবার সকালে স্থানীয় কুসুমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গর্ভধারিণী মা-বাবা তাদের অভিযোগ তুলে ধরেন।
বাবা নুরুল আলম ও মা নুর নাহার লিখিত বক্তব্যে বলেন, তাদের তিন সন্তানের মধ্যে মেজ ছেলে সিরাজুল ইসলাম ৮ মাস আগে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে ছোট ছেলে আজিজ এবং তার স্ত্রী তাদের দায়িত্ব নেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে সিরাজুল তাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে হয়রানি করে চলেছেন।
বৃদ্ধ পিতা-মাতা জানান, তারা এখন সামাজিক এবং আইনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তারা প্রশাসনের কাছে সুবিচার এবং তাদের সুরক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই ঘটনার নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।