বৃত্তি পেয়েছেন ইউপি সচিব কন্যা এরিন
০২ মার্চ, ২০২৩, 10:53 PM

NL24 News
০২ মার্চ, ২০২৩, 10:53 PM

বৃত্তি পেয়েছেন ইউপি সচিব কন্যা এরিন
জিয়াউল হক জিয়া, চকরিয়া (কক্সবাজার)
চকরিয়ার স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন। (স্কুল) থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ এ অংশগ্রহণ করেন-ইউপি সচিব হুমায়ুন কবিরের জ্যৈষ্ঠ কন্যা মেহজাবীন কবির এরিন।
গত ২৮ফ্রেরুয়ারী বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবার স্হগিত করা হয়।পরে গত ১ মার্চ সংশোধিত ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কিশলয় স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন-মেধাবী-ছাত্রী মেহজাবীন কবির এরিন।
এরিন-খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের হুমায়ুন কবিরের কন্যা।
তার পিতা হুমায়ুন বর্তমানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব হিসেবে রয়েছেন।
মেধাবী ছাত্রী এরিনের বুত্তি লাভের বিষয়টি নিশ্চিত করেন-উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম(স্যার)।
বৃত্তি পেয়ে খুশিতে উৎফুল্ল এরিন।তাই ছাত্রী এরিন জানান,আমার বৃত্তি লাভের পেছনে,আমার বাবা,মা,স্কুল শিক্ষকের ভূমিকা অতুলনীয়।সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।