বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঘোষণার ঈমানী শোকরিয়া দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা
০৭ জুলাই, ২০২৩, 8:17 PM

নিজস্ব সংবাদদাতা
০৭ জুলাই, ২০২৩, 8:17 PM

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঘোষণার ঈমানী শোকরিয়া দিবস পালিত
পবিত্র গাদিরে খুমে মাওলায়ে আলা মাওলা আলী রাদিআল্লাহু আনহু আলাইহিস সালামকে সর্বোচ্চ খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমগ্র উম্মতের মধ্যে সর্বোচ্চ মাওলা ঘোষনার ঈমানী শোকরিয়া দিবস উদযাপন করে বিশ্ব সুন্নী আন্দোলন।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত, ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
মুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
বাতিল শিয়াবাদী চক্রান্ত ও মোয়াবিয়াবাদী খারেজী কুফরিয়াত এবং সব বাতিলের মুলুকিয়ত থেকে ঈমান দ্বীন মিল্লাত রক্ষায় তিনি সবাইকে নূরে রেসালাত প্রাণপ্রিয় আহলে বায়েত কেন্দ্রীক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূণরুজ্জীবনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও খেলাফতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।