বিশ্ব ভালোবাসা দিবসে জয়পুরহাটে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ মিছিল
নিজস্ব সংবাদদাতা
১৪ ফেব্রুয়ারি, ২০২২, 5:52 PM

নিজস্ব সংবাদদাতা
১৪ ফেব্রুয়ারি, ২০২২, 5:52 PM

বিশ্ব ভালোবাসা দিবসে জয়পুরহাটে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ মিছিল
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। দিবসটি উপলক্ষে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি।
তবে এই দিনই বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। সোমবার বিকালে জয়পুরহাট সরকারি কলেজে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।
মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি হামিদুর রহমান স্বরন বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।
প্রেম বঞ্চিত সংঘের প্রচার সম্পাদক রনি হাসান বলেন, আমরা চাই, প্রেম হোক সার্বজনীন। কেউ কেউ ৫-৬টা করে প্রেম করছে। আর চেহারা খারাপ বলে, আর্থিক সঙ্গতি নেই বলে আমরা প্রেম করতে পারছি না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রেম বঞ্চিত সংঘের সভাপতি হামিদুর রহমান স্বরন, সহসভাপতি আলমগীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী,প্রচার সম্পাদক রনি হাসান,দপ্তর সম্পাদক রিফাতসহ অনেকেই।