ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া এক জয়

#

নিজস্ব সংবাদদাতা

০৫ জানুয়ারি, ২০২২,  8:28 AM

news image

      • নিউজিল্যান্ডে গিয়ে উপমহাদশের দলের জন্য জয় তুলে নেওয়া রীতিমত স্বপ্ন। বাংলাদেশ সেই স্বপ্নকেই স্পর্শ করল মাউন্ট মঙ্গানুইয়ে। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টাইগাররা গড়েছে ইতিহাস। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মুমিনুল হকের দল। 
          • ১৭ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা নিউজিল্যান্ড লিডকে ৩৯ রানে নিয়ে যেতেই অলআউট হয়ে যায়। প্রথম ৫ উইকেটের ৪টিই শিকার করেছিলেন যিনি, সেই এবাদত হোসেন ইনিংসে শিকার করেন ৬ উইকেট। প্রায় ৯ বছর পর কোনো বাংলাদেশি পেসারের ৫ উইকেটের শিকারের এই কীর্তি (যা একইসাথে নিউজিল্যান্ডে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং) গড়ে দেয় ঐতিহাসিক জয়ের রেকর্ড।
          • ইঞ্জুরির কারণে ছিলেন না মাহমুদুল হাসান জয়, তাই নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে নামতে হয় নাজমুল হোসেন শান্তকে। ৪০ রানের মামুলী লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারায় দুই ওপেনারকেই। তবে অধিনায়ক মুমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
          • ৪৪ বলে ১৩ রান করে অপরাজিত মুমিনুলের সাথে জয়ের সাক্ষী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৭ বলের মোকাবেলায় ৫ রান করেন। মুশফিকের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। ১৬.৫ ওভারে নির্ধারিত ৪০ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
          • নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। টেস্টে এবারই প্রথম নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে ঘরের বাইরে প্রথম জয়ও এটি। এছাড়া নিজেদের ৬১ টেস্টের মধ্যে বিদেশের মাটিতে প্রথম জয়।
          • বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে কিউইরা। এতে ভাঙার পথে নিজেদের মাটিতে তাদের টানা ৮ সিরিজ জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের টানা ১৭ জয়ের রেকর্ড ভেঙে প্রথম দল হিসেবে জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।
          • সংক্ষিপ্ত স্কোর 
          • নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩২৮/১০ (১০৮.১ ওভার)
            কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১
            শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২
          • বাংলাদেশ ১ম ইনিংস : ৪৫৮/১০ (১৭৬.২ ওভার)
            মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, মিরাজ ৪৭, ইয়াসির ২৬, সাদমান ২২, মুশফিক ১২;
            বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২
          • নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৬৯/১০ (৭৩.৪ ওভার)
            ইয়ং ৬৯, টেলর ৪০, রাচিন ১৬, ল্যাথাম ১৪
            এবাদত ২১-৬-৪৬-৬, তাসকিন ১৪-৩-৩৬-৩
          • বাংলাদেশ ২য় ইনিংস : ৪০/২ (১৬.৫ ওভার)
            শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*, সাদমান ৩
            জেমিসন ১২/১, সাউদি ২১/১
          • ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

    logo

    প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

    সম্পাদক : নূরুন্নবী আলী