ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই : পাপন

#

ক্রীড়া ডেস্ক

১৯ মে, ২০২৪,  4:29 PM

news image
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে গত বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবারও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। প্রায় প্রতি ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপঅর্ডারের ফর্মহীনতার করণেই এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ সেই ব্যাটিংই। 

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি শান্ত, লিটনসহ টপঅর্ডারের অন্যরা। যে কারণে বিশ্ব মঞ্চে টাইগারদের ব্যাটিংঅর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হাথুরু ও অধিনায়ক নাজমুল শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, 'ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কিভাবে করবে, আমি তো দেখি না। এখন আমি মনে করি, একেক জন একেক অভিমত দিতে পারে, সেটা দিয়ে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নাই।’

গতকাল শনিবার (১৮ মে) রাজধানীর মিপুর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন সেটি পরিস্কার করেন দেন নাজমুল নাজমুল হোসেন পাপন, ‘ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুইজন খেলবে, এটা আমি বলতে পারছি না এখনও। বাট এই তিনজনের মধ্যে দুইজন খেলবে। তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে অনিক; যদি আমরা এই কয়জন ব্যাটার খেলাই। তারপর স্পিনার আসবে একজন, এখন এটা কি রিশাদ আসবে না শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। আর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড।’

বাংলাদেশ দলের কাছের এই বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে বলেন, 'ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আর বিসিবির সভাপরি হিসেবে আশা করি ভালো খেলুক।'

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী