বিরামপুরে মোটরসাইকেল আরোহী নিহত
০৪ মার্চ, ২০২২, 5:03 PM

NL24 News
০৪ মার্চ, ২০২২, 5:03 PM

বিরামপুরে মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি স্থানে ট্রাক চাপায় আজিজুল ইসলাম নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং আরও ২ মোটরসাইকেল আরোহী আহত হন।
নিহত আজিজুল ইসলাম (৫০) দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর এলাকার বেগমপুর গ্রামের মৃত মমতাজের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার জোয়াল কামড়া গ্রামের শুকুর আলী (৪০) ও হায়দার আলী (৪৫)
শুক্রবার সকালে বিরামপুর উপজেলার পৌর এলাকার বেগমপুর গ্রাম থেকে বিরামপুর শহরে একটি মোটরসাইকেল যোগে ৩ আরোহী ঘোড়াঘাট রেলগুমটিতে যাচ্ছিলেন। রেলগুমটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দু’টি ট্রাকের প্রতিযোগিতায় এক ট্রাকের নিচে পড়ে যায় মোটরসাইকেলসহ আরোহীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজিজুল ইসলাম, শুকুর আলী ও হায়দার আলীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।
বিরামপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়। যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিরামপুর হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার পথে আজিজুল ইসলামের মৃত্যু হয়। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।