ঢাকা ২৩ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
সংস্কার কমিশনের সুপারিশ: একই মালিকের একাধিক সংবাদমাধ্যম থাকতে পারবে না রমজানে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রির পরিধি বাড়ল কোন পথে এগোচ্ছে গাজার ভবিষ্যৎ? কোন পথে এগোচ্ছে গাজার ভবিষ্যৎ? পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন প্রবীণ আলেম ৩ এপ্রিলও ছুটি, এবারের ঈদে সরকারি ছুটি ৯ দিন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা পুলিশকে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা পটিয়ায় মাহফিল নিয়ে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচারে ক্ষোভ দক্ষিণ জেলা বিএনপি’র

#

৩১ আগস্ট, ২০২৪,  8:08 PM

news image

বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।  শনিবার (৩১ আগস্ট) দুপুরে সংগঠনটির দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা।   সংবাদ সন্মেলনে কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম । এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়ে এনামুল হক এনামের তত্ত্বাবধানে এস আলম গ্রুপের বেশকিছু গাড়ি নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগীতা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।


যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। ২৯ আগস্ট নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মীর গ্রুপের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা চাঁদা দাবি করেন। বিএনপি’র নাম দিয়ে টাকা দাবি করার অভিযোগ পেয়ে এনাম ও আমি (আবু সুফিয়ান) কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটিতে যাই। বিএনপি’র দায়িত্বশীল নেতা হিসেবে চাঁদাবাজদের চিহ্নিত করতেই আমরা সেখানে গিয়েছিলাম। অথচ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমরা মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়েছিলাম। যা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়।  


চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, বলেন, কয়েকটি গণমাধ্যম হয়তো কারো কুপ্ররোচনায় ষড়যন্ত্রমূলকভাবে এমন মিথ্যা সংবাদ প্রচার করছে, আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে। যা অত্যন্ত দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্রমূলক। এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।  


এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান,  অ্যাডভোকেট ফৌজুল আমিন, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর,  ভিপি মোজাম্মেল (আনোয়ারা), মেজবা উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ রফিক, হাজী মো: ইসহাক চৌধুরী, মঈনুল আলম ছোটন,  শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেছার, মাষ্টার মোহাম্মদ লোকমান, রেজাউল করিম রেজা, গাজী আবু তাহের, মোর্শেদুল শফি হিরু, সাইফুদ্দিন আহমেদ তৌহিদুল আলম, আবদুল মাবুদ, শামশুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ প্রমুখ।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী