বিপন্ন মানুষের উদ্ধার ও মুক্তির সাধনায় ঐক্যবদ্ধ হউন-আল্লামা ইমাম হায়াত
নিজস্ব সংবাদদাতা
২৩ এপ্রিল, ২০২৩, 6:14 PM

নিজস্ব সংবাদদাতা
২৩ এপ্রিল, ২০২৩, 6:14 PM

বিপন্ন মানুষের উদ্ধার ও মুক্তির সাধনায় ঐক্যবদ্ধ হউন-আল্লামা ইমাম হায়াত
মো. মোরশেদ আলম:- ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতার চলমান ঘোর আঁধার ও ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতিতে ঈমানিয়াত ও ইনসানিয়াত তথা সুন্নীয়তের সুরক্ষায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে হালিশহর হাজিপাড়া দরবার শরীফে রবিবার(২৩ এপ্রিল) বিকেলে ঈদ মোবারকবাদ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত হাফেজ ক্বারী ছৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ।
সভাপতির বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক শুভাগমন মহান ঈদে আজম ই ঈদুল ফিতর ঈদুল আজহা ও মুমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল উৎস।
তিনি বলেন, পবিত্র কেবলাভুমির পুনরুদ্ধার এবং বাতিল জালেম অপশক্তির কবল থেকে মিল্লাত ও মানবতার উদ্ধার এবং মুক্তির মাধ্যমেই সকল ঈদের উৎস মহান ঈদে আজমের আলোকধারায় স্বার্থক ও পরিপূর্ণ ঈদ উদযাপন সম্ভব
তিনি বলেন, বাতিল জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরুদ্ধার এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তিই মুমিনের পরিপূর্ণ ঈদ। সত্য ও মানবতা আজ মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদী অপশক্তির একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্রের যুদ্ধের মুখে। দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা-নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া গড়ে তোলার বিপ্লব খেলাফতে ইনসানিয়াত।
তিনি বলেন, পবিত্র কেবলাভুমির পুনরুদ্ধার এবং বাতিল জালেম অপশক্তির কবল থেকে মিল্লাত ও মানবতার উদ্ধার এবং মুক্তির মাধ্যমেই সকল ঈদের উৎস মহান ঈদে আজমের আলোকধারায় স্বার্থক ও পরিপূর্ণ ঈদ উদযাপন সম্ভব। তিনি বিপন্ন মানুষের উদ্ধার ও মুক্তির সাধনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এতে শত শত পীর মাশায়েকগন সহ সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
#এনএল/মোরশেদ