ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত এড. মহিউদ্দিন মুহিন

#

নিজস্ব সংবাদদাতা

২৫ মার্চ, ২০২২,  12:28 AM

news image

মোরশেদ আলম :- শেষ মূহুর্তে জমে উঠেছে পটিয়া আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। আগামী ৩০মার্চ আইনজীবী সমিতি ভবনে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালত চত্বর এখন নির্বাচনী প্রচারণায় মুখরিত। এদিকে বৃহস্পতিবার প্রার্থীদের মনোয়ন পত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এডভোকেট মহিউদ্দিন মুহিন কে অর্থ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেছেন সমিতির নির্বাচন কমিশন।

আইনজীবী সমিতির অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ সনের আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে লড়াই করছেন সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সম্পাদক পদে ২ জন সহ আরো ৭জন প্রার্থী। এর মধ্যে মনোয়ন যাচাই বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী না থাকায় অর্থ সম্পাদক পদে এডভোকেট মহিউদ্দিন মুহিন, পাঠাগার সম্পাদক এড. জমিউর আলম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক তানজিনা জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. শ্রীকান্ত চৌধুরী, সদস্য এড. রনি চৌধুরী, সদস্য এড. অনিক দে এবং সদস্য এড. মো. রোকন উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সমিতির নির্বাচন কমিশন বিজয়ী ঘোষনা করেন।

এ বিষয়ে এডভোকেট মহিউদ্দিন মুহিন বলেন, পটিয়া আইনজীবী সমিতির সংবিধানে এ ২০১৯ সালে ফাইন্যান্স সেক্রেটারি তথা অর্থ পদটি  অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সমিতির ভোটার সংখ্যা ১৪৭টি। তিনি বলেন, তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন যাতে সব ক্ষেত্রে সচ্ছতা থাকে। তিনি সকল সদস্য এবং শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ইতি পূর্বে এডভোকেট মহিউদ্দিন মুহিন ২০১৬ সালে কার্যনির্বাহী সদস্য, ২০১৯-২০২০ সালে পাঠাগার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী