বিদ্যুৎষ্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
০৫ এপ্রিল, ২০২৩, 11:38 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ এপ্রিল, ২০২৩, 11:38 PM

বিদ্যুৎষ্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ায় ঘরের বৈদ্যুতিক বোর্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মো. সোহেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকার মো. শামশুল আলমের পুত্র।
বুধবার দুপুরে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে এ দূর্ঘটনাটি ঘটে। এই বিষয়ে তার প্রতিবেশী মো. ইলিয়াস জানান, নিহত সোহেলের বাড়ি কেরানিহাট হলেও জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলার আজিমপুর গ্রামে ভাড়া বাসায় পরিবারকে নিয়ে বসবাস করে আসছিল।
বুধবার সকালে শোভনদন্ডীর কুরাঙ্গিরি গ্রামে কাজ করতে গেলে দুপুর দুইটায় তার পরিবারের কাছে খবর আসে সে বৈদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন।