বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো- মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি
নিজস্ব সংবাদদাতা
২৭ মার্চ, ২০২৪, 5:29 AM

নিজস্ব সংবাদদাতা
২৭ মার্চ, ২০২৪, 5:29 AM

বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো- মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি
মোরশেদ আলম, পটিয়া : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, আমাদের সমাজের বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।
আশেপাশের গরীব ও অস্বচ্ছল মানুষের সুখ দুঃখের খবরা খবর রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দেশের মানুষের কল্যানে সরকার কাজ করছে। কিছু কিছু ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য দিয়ে নাশকতা করে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ বিশ্বে সামপ্রদায়িক সম্প্রতির অন্যতম দৃষ্টান্ত। এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে শরীক হয়।
গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে শোশাং চৈতন্য চরন বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণকালে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এসব মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি, ৃকেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এহছানুল হক,কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আ ন ম সেলিম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া,আবুল কালাম, সামশেদ হিরু মেম্বার, আবু তাহের মেম্বার, ফরিদুল আলম মেম্বার, মো: সায়েম মেম্বার, নুরুল হক মেম্বার, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন ঝুমন,বেলাল উদ্দিন, নুরুল আলম, ওসমান গনি, শান্ত মাহমুদ, ওয়াসিক সাকিব, শাহেদুল ইসলাম, মো: সাকিব, দশরত চৌধুরী, বরুণ মহাজন।