বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা
নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই, ২০২৫, 1:54 AM

নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই, ২০২৫, 1:54 AM

বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা
মোরশেদ আলম, পটিয়া(চট্টগ্রাম):- চট্টগ্রামের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট কর্মকর্তাসহ ছয়জনকে জিম্মি করে মারধর করার অভিযোগ উঠেছে ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কাটার খবর পেয়ে অভিযান চালাতে গেলে বন বিভাগের একটি দলকে পাহাড়ি এলাকায় অপহরণ করে মারধর করা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে ধোপাছড়ি বিট পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ওয়াসার কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বনকর্মী শুভ, কুতুবসহ আরও দুইজন। বর্তমানে তারা ধোপাছড়ি বিট কার্যালয়ের হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এএফও) ইমরুল কায়েস জানান, অভিযুক্ত মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যেই প্রায় ২০টি বন মামলা রয়েছে। তিনি বলেন, “সুদত্ত চাকমার নেতৃত্বে একটি টিম অভিযানে গেলে পরানজুরানী এলাকায় নিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়।”
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, “আহত অবস্থায় আমাদের কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”