বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
০৬ এপ্রিল, ২০২২, 2:12 PM

NL24 News
০৬ এপ্রিল, ২০২২, 2:12 PM

বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়।
আজ (বুধবার) সকালে মতিঝিল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। এসময় নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে শ্লোগান দেন।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তাবিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করেছে। এখনও তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি