ঢাকা ১১ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন ৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত পটিয়ায় সন্ত্রাস বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ

বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সৎ সাহস সরকারের নেই: গয়েশ্বর

#

২৮ ডিসেম্বর, ২০২২,  7:08 PM

news image

বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সৎ সাহস সরকারের নেই বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এসে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তথ্যমন্ত্রী অমানবিকভাবে বলেছেন আব্দুর রশিদ আরেফিন নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। অথচ এখানকার মানুষ বলছে তাকে পুলিশের লাঠিচার্জ, এককথায় সাপ পেটানোর মতো করে মারা হয়েছে।’ 

গয়েশ্বর বলেন, ‘একহাতে তার জীবন কেড়ে নেওয়া তারপরে যে নিষ্ঠুরতা, এটা অমানবিকতা। বিএনপি নেতাকে হত্যা করে তার মৃত্যুকে হৃদ্‌রোগে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সৎ সাহস সরকারের নেই।’এসময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়। পরে বোদা উপজেলা বিএনপির আয়োজনে নিহত বিএনপি নেতা আরেফিনের স্মরণে আরেফিনের বাড়ির উঠানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বোদা উপজেলার বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। পরে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী