বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংশ হয়ে যাবে- বদিউল আলম
নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট, ২০২২, 9:06 PM

নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট, ২০২২, 9:06 PM

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংশ হয়ে যাবে- বদিউল আলম
পটিয়া প্রতিনিধি:- দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, বিএনপি- জামায়াত যখন ক্ষমতায় ছিল দেশ তখন তালেবানদের হাতে ছিল। "বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধ উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইউনিফর্ম পরা অবস্থায় নিজেকে রাষ্ট্রপতি দাবি করলেন। অথচ আইনে চাকরিজীবীদের কোনভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এভাবে সাংবিধানিক শাসন, আইনের শাসন ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে অন্তত ৫০ বছর পেছনে ফেলে গেছেন জিয়াউর রহমান"। তিনি বলেন, "স্বাধীনতা বিরোধীদের দেশে প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে জিয়া। রাষ্ট্র ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করেছে জিয়া। তার স্বাক্ষরে খন্দকার মোশতাকের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে"।
বুধবার (৩১ আগষ্ট) বিকেলে পটিয়া থানার মোড় এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বদিউল আলম আরো বলেন, "জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে '৭১ এর এর পূর্বের বাংলাদেশে পরিণত করতে চেয়েছে। আর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে খালেদা জিয়া। বিএনপি-জামায়াত আজ দেশে ও দেশের বাইরে নানা ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে সটিক যোগ্য নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের ষড়যন্ত্র যে কোন মূল্যে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে"।
৭৫" পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন। পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, উপজেলা যুবলীগ নেতা হাসান শরীফ, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দীন ভোলা, মোঃ আমিন, মোঃ আনোয়ার, মোঃ র”নেল, সুজন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেন, যুগ্ম-আহবায়ক আনিসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নুর”ল ইসলাম রুবেল, যুগ্ম-আহবায়ক জাবেদুল, যুগ্ম-আহ্বায়ক মোঃ আতিক, যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমূখ।