বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অপপ্রচার: জাসাস নেতা নাছির উদ্দিন বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা
১৯ জুন, ২০২৫, 1:55 PM

নিজস্ব সংবাদদাতা
১৯ জুন, ২০২৫, 1:55 PM

বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অপপ্রচার: জাসাস নেতা নাছির উদ্দিন বহিষ্কার
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) :- বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মোঃ নাছির উদ্দিনকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড এবং সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কেন্দ্রীয় কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূর্বে লিখিতভাবে সতর্ক করার পরও মোঃ নাছির উদ্দিন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন। ফলে তাকে জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতে দলীয় কার্যালয়ের সামনে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে নাসির উদ্দিন বেফাঁস মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমলোচিত হয়।