বাড়ি ফেরার পথে লাশ হলেন গার্মেন্টস কর্মী
নিজস্ব সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর, ২০২২, 1:41 AM

নিজস্ব সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর, ২০২২, 1:41 AM

বাড়ি ফেরার পথে লাশ হলেন গার্মেন্টস কর্মী
মোরশেদ আলম, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় বিসিক শিল্প নগরী এলাকার মহাসড়কের পাশে ময়লার স্তুপ থেকে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।
উদ্ধার হওয়া উজ্জল সেন (৩০) উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ ৭নং ওয়ার্ডের বাবুল সেনের পুত্র।
নিহতের ভাই জানান, উজ্জল চট্টগ্রাম শহরের ফ্রি পোর্ট এলাকায় একটি গার্মেন্টসে চাকরী করতেন। প্রতি বৃহস্পতিবার সে বাড়ি আসত। তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পটিয়া থানার এস আই পরেশ সিকদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশের মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির অর্ধেক অংশ ময়লার মধ্যে অর্ধেক অংশ সড়কে পড়েছিলো। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে আসল রহস্য।