ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

বাসায় সিলিন্ডার বিস্ফোরণ, বড় বোনের পর চলে গেলেন ছোট বোনও

#

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  7:55 PM

news image

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছোট বোন এবং রোববার বড় বোনের মৃত্যু হয়।


এর আগে, বৃহস্পতিবার রাহাত্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারের পঞ্চম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার ফতেহ নগর সিকদার বাড়ির আলাউদ্দীন খালেদের মেয়ে সাবরিনা খালেদ ও সামিয়া খালেদ। এর মধ্যে সাবরিনা নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতক পাশ করেছেন। সামিয়া একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। 


নিহতদের খালা সাংবাদিক শরীফা বুলবুল বলেন, বিস্ফোরণের পর ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বড় বোন ও সোমবার ছোটবোনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ চট্টগ্রামে নেয়া হয়েছে।


খালাতো ভাই মোহাম্মদ তাইমুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে বাসাটিতে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি বাড়ির দারোয়ানকে বেশ কয়েকবার জানানো হলেও তিনি পাত্তা দেননি। মালিকও কোনো ব্যবস্থা নেননি। ব্যবস্থা নিলে এতো বড় ক্ষতি হতো না।


এদিকে, এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলেও কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ ও ফায়ার সার্ভিস।


এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। তাই কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রাথমিক অনুসন্ধান শেষে আমরা ফিরে আসি।


বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝে নেয় নিহতদের পরিবার। তাই কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়নি।


নিহতদের বাবা আলাউদ্দীন খালেদ বলেন, অগ্নিদগ্ধ হয়ে দুই মেয়ে কষ্ট পেয়েছে। ময়নাতদন্ত করে তাদের আর কষ্ট দিতে চাইনি। তাছাড়া মামলা করলে ময়নাতদন্ত ছাড়া লাশ পাবো না। তাই আর সেদিকে যাইনি।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল