বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু
০৪ এপ্রিল, ২০২২, 2:13 PM

NL24 News
০৪ এপ্রিল, ২০২২, 2:13 PM

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : সোমবার সকাল ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের জৈটাবটতা এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবাও।
নিহত সাড়ে চার বছরের শিশু আনাস গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইকবাল হোসেন তার ছেলেকে নিয়ে জমি দেখতে যান জৈটাবটতলা এলাকায়। এ সময় জমি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে শিশু আনাস ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় হেলে পড়ার সময় বাবা ছেলেকে ধরতে গিয়ে দু’জনেই মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে শিশু আনাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।