ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বান্দরবানের রুমায় আনসার ব্যাটালিয়ন এর ৪২তম জাতীয় সমাবেশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

#

নিজস্ব সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২২,  10:58 PM

news image

এনএল প্রতিবেদকঃ- বাংলাদেশ সেনাবাহিনীর সাথে রাইক্ষিয়াংলেক এর বথিপাড়ায় অনুষ্ঠিত অপারেশন কার্যক্রমে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে ১৯ আনসার ব্যাটালিয়ন রুমা, বান্দরবান এর ০৪ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। ( ১। রেজিঃ নং-১৯২০৬০২ ব্যাটালিয়ন আনসার ফিরোজ মিয়া, ২। রেজিঃ নং-১৯২১১২১ ব্যাটালিয়ন আনসার মোঃ আলাউদ্দিন পারভেজ, ৩। রেজিঃ নং-১৯২১২০১ ব্যাটালিয়ন আনসার মোঃ ফজলে রাব্বি শাওন ও ৪। রেজিঃ নং-১৯২১৪০৭ ব্যাটালিয়ন আনসার আবুল কালাম)।

তিনজন সন্ত্রাসীর মৃত্যুকে যেমন নিশ্চিত করেছেন তেমনি বিভিন্ন অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধারে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। গতকাল শনিবার  তাদের এই অসীম সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অধিনায়ক মোঃ আব্দুল মজিদ (পরিচালক, ১৯ আনসার ব্যাটালিয়ন রুমা, বান্দরবান) তাদেরকে পুরষ্কৃত করেন এবং পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণে নিয়োজিত সকল ব্যাটালিয়ন  আনসার সদস্যকে আরো কর্তব্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করেন।  

এছাড়া এ ধরনের বীরত্বপূর্ণ কাজের জন্য জোন কমান্ডার রুমা জোন মহোদয় ৪ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে পুরস্কৃত করেন। একই দিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনার আলোকে এক মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মামুন শীবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ কামরুল ইসলাম, সহকারী পরিচালক (১৯ বিএন), মোহাম্মদ আবুল কালাম আজাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার (১৯ বিএন) ও অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী