বাউল শিল্পীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
০৮ মে, ২০২২, 8:14 PM

NL24 News
০৮ মে, ২০২২, 8:14 PM

বাউল শিল্পীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় নারী বাউল শিল্পী মনি মালার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় শিল্পী ও বাউল কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় কয়েকশো নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগীয় বাউল শিল্পী সমিতির সভাপতি সুনিল কর্মকার বলেন, নারী বাউল শিল্পীর উপর পরিকল্পিত হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা না হলে নিশ্চিত মৃত্যু হত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার পরও পুলিশ তাদেরকে ধরছেনা। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (৫ মে) সকালে পূর্ববিরোধের জেড়ে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারী বাউল শিল্পী মনি মালার বাড়িতে হামলা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে মনি মালার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনি মালার স্বামী নূহু মিয়া বাদি হয়ে ভালুকা ৬ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খানকে প্রধান আসামী করে, মোহন মিয়া, সোহেল মিয়া, জাহিদ হাসান বাবু ও হারুনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৬ থোকে ৭ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার নম্বর আসামী জাহিদ হাসান বাবুকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মামলার পর থেকেই আসামিরা বাড়ি থেকে পালিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে।