বাঁশখালীতে বিএনপি'র ডাকা বিক্ষোভ সমাবেশে ওসি সহ আহত ৫
নিজস্ব সংবাদদাতা
২৬ আগস্ট, ২০২২, 9:51 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ আগস্ট, ২০২২, 9:51 PM

বাঁশখালীতে বিএনপি'র ডাকা বিক্ষোভ সমাবেশে ওসি সহ আহত ৫
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ডাকা বিক্ষোভে আজ ২৬ আগষ্ট ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় বাঁশখালী'র কালিপুর ইউনিয়নের ভাসাইন্নার দোকান সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সাবেক দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি শহিদ সহ আরো কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাঁশখালী থানার পুলিশ শক্ত অবস্থানে যায়। পরে বিএনপির'র নেতাকর্মীকে বুঝানোর শেষ্টা করা হলে তারা অনেকটা উত্তেজিত হয়ে দফায় দফায় পুলিশের উপর হামলা করে।
বিএনপি’র শান্তিপুর্ণ ভাবে মিছিল করলে ওখানে বিএনপি'র সমর্থিত কয়েকজন পুলিশকে লক্ষ্য করে উস্কানীমূলক আচরণ করা হলে পরে এটা ভুল বুঝাবুঝি ভেবে বিএনপি'র নেতাকর্মীদের অনেকটা শান্ত করে সাবেক এমপি পুত্র মিসকাতুল ইসলাম বাপ্পা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন এর মুখে এবং ওসি তদন্ত আরিফের হাতে ফুলা জখম হয়। এই ঘটনায় এক ইউপি সদস্য ও সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেমন বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ও জানা যায়।
অন্য দিকে পুরো বাঁশখালী প্রধান সড়কের পাশে পাশে স্ব স্ব ইউনিয়ন আওয়ামিলীগ এর নেতৃত্বে অবস্থান ছিল শান্তিপূর্ণ।