বাঁশখালীতে জেলা পরিষদের কম্বল বিতরণ
নিজস্ব সংবাদদাতা
০৪ জানুয়ারি, ২০২৩, 4:59 PM

নিজস্ব সংবাদদাতা
০৪ জানুয়ারি, ২০২৩, 4:59 PM

বাঁশখালীতে জেলা পরিষদের কম্বল বিতরণ
বাঁশখালী প্রতিনিধি:- আসুন শীতার্ত মানুষের পাশে দাড়াই এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে বাঁশখালী আসনের সদস্য নুরুল মোস্তফা শিকদার সংগ্রামের মাধ্যমে আজ বুধবার বেলা ৩ ঘটিকার সময় নিজ কার্যালয়ের মাঠে এক হাজার কম্বল বিতরণ করা হয়। এতে পুরো বাঁশখালী'র মোট ২৬ টি দুস্থ ও এতিমখানা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কম্বল বিতরণ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী আসনের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক জলদী ব্রান্স ম্যানেজার মোরশেদ আলম, মোজাম্বিক প্রবাসী আহমদ নুর,সাবেক কাউন্সিলর আব্দুর রহমান,ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর চৌধুরী, জসীম উদ্দীন সিকদার ও বাঁশখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
দেশ ও জাতির বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত কম্বল বিতরণ সমাপ্তি হয়।
চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী আসনের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন,
এই শীতের মধ্যে সামান্য উষ্ণতা দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছে এটি হচ্ছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট থেকে। দেশের সার্বিক কল্যাণে দুস্থ অসহায় গরীব দুঃখী মানুষের পাশে চট্টগ্রাম জেলা পরিষদ সময় আছে থাকবে। অতীতে কী হয়েছে বাঁশখালী আসন থেকে সেটা নিয়ে আমরা কিছু বলতে চাইনা। বর্তমানের যা হবে প্রত্যেকটি জিনিস সুষ্ঠুভাবে বন্টন করা হবে। একই সাথে বন্টন করতে গিয়ে নিজের পকেট থেকে ও ভর্তুকি দিচ্ছে। আপনারা সকলে সকলের জন্য দোয়া করবেন।