বাঁশখালীতে জামায়াত নিয়ন্ত্রিত ৬টি বেসরকারি হাসপাতাল বন্ধ
নিজস্ব সংবাদদাতা
২৯ আগস্ট, ২০২২, 8:45 PM

নিজস্ব সংবাদদাতা
২৯ আগস্ট, ২০২২, 8:45 PM

বাঁশখালীতে জামায়াত নিয়ন্ত্রিত ৬টি বেসরকারি হাসপাতাল বন্ধ
জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে আজ সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত বসিয়ে জামায়াত নিয়ন্ত্রিত ৬টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল হক, ডাঃ রাশেদ উল করিম। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
বাঁশখালীতে জামায়াত ইসলামের সাবেক ও বর্তমান দলবদ্ধ নেতারা আত্মগোপনে থেকে কোনরুপ বৈধ কাগজপত্র ছাড়া ১৫টি বেসরকারি হাসপাতাল ও ১৩টি ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। ড্রাগ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে কাবু করতে ওইসব হাসপাতালের শেয়ার হোল্ডার করা হয়েছে কতিপয় রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ধনাঢ্য ব্যক্তিদের।
বাঁশখালী উপজেলা সদর ও চাম্বলে বন্ধ করা হাসপাতালগুলো হচ্ছে জেনারেল হাসপাতাল, ন্যাশানাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড, মামনি ডায়াগনষ্টিক সেন্টার, ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার, মিনি ল্যাব, মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান বলেন, লাইসেন্স বিহীন আজ সকলে ৬টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত ওরা সঠিক কাগজপত্র সোপর্দ করতে পারবেনা ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।