ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

বাঁশখালীতে গহীন বনে রাস্তা হারিয়ে আটকা ৮ স্কুল ছাত্র, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ

#

নিজস্ব সংবাদদাতা

১৪ মার্চ, ২০২২,  7:36 PM

news image

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধিঃ- বাঁশখালীর জঙ্গল চাম্বল এলাকায় পাহাড় দেখতে গিয়ে গহীন অরণ্যে রাস্তা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৮ ছাত্র। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করার পর তাদের উদ্ধারে নামে পুলিশ।

জানা যায়, বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিমুল হকের নেতৃত্বে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। দীর্ঘ ৩ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান উদ্ধার হয় জনমানবহীন পাহাড়ী এলাকায় আটকা পড়া ৮ স্কুল ছাত্র।

উদ্ধার হওয়া ৮ স্কুল ছাত্ররা হলেন- পূর্ব চাম্বল ৬নম্বর ওয়ার্ডের বদিউল আলমের পুত্র শহীদুল ইসলাম (১৭), সিরাজ সিকদারের পুত্র মো. জিয়াউর রহমান সিকদার (১৮), ৩নম্বর ওয়ার্ডের মুন্সীখীল এলাকার জাফর আহমদের পুত্র মো. পারভেজ আলম (১৮), পূর্ব শীলকূপ ৯নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র মো. শাহাদাত হোসেন (১৮), গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯নম্বর ওয়ার্ডের জহির আহমদের পুত্র আতাউর রহমান (১৭), মধ্যম শীলকূপ ৭নম্বর ওয়ার্ডের মোস্তফা আলীর পুত্র আবদুর রহিম (১৬), পূর্ব চাম্বল ৬নম্বর ওয়ার্ডের কবির আহমদের পুত্র হাবিবুর রহমান (১৬), উত্তর চাম্বলের নেওয়াজ উদ্দিনের পুত্র নাফিজুল ইসলাম (১৬)। তারা ৮ জনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উদ্ধার হওয়া ৮ স্কুল ছাত্রের সাথে কথা বলে জানা যায়, সকালে তারা পাহাড় দেখার জন্য বের হন। পরে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে যায় সবাই। পাহাড়ের চূড়ায় উঠে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে এক ছাত্র। মূহুর্তেই উদ্ধার অভিযানে নামে পুলিশ।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ' গহীন বনে পথ হারিয়ে আটকা পড়া ৮ স্কুল ছাত্রকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী