বাঁশখালীতে অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের দায়ে জরিমানা
নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 7:37 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 7:37 PM

বাঁশখালীতে অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের দায়ে জরিমানা
জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধিঃ- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ী এলাকায় আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২ (বুধবার) ইজারা বহির্ভূত ছড়া থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে দুটি ট্রাক বালুসহ আটক করে এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০/ টাকা অর্থদন্ড আদায় করা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালীতে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)মোঃ ওমর ফারুক।
এই সময় তিনি বলেন, বাঁশখালীতে আমি যোগদান করেছি মাত্র কয়েক দিন হল। যে দিন যোগদান করেছি ওই দিন-ই বাঁশখালীর প্রধান সড়কে অবৈধ কাঁচাবাজার নিয়ে অভিযান করেছি। আজ বাঁশখালীর পুঁইছড়িতে অবৈধ ইজারা বহির্ভূত ছড়া থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে দুটি ট্রাক বালুসহ আটক করি এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০/ টাকা অর্থদন্ড আদায় করা হয় বলে জানান তিনি। সেই সাথে তিনি আরও জানায়, অবৈধ পাহাড় কাটা, অবৈধ বালি উত্তোলন সহ জমি সংক্রান্ত যে কোন বিরোধ নিয়ে আমার কাছে যে কোন মানুষ সহযোগিতার জন্য আসতে বাধা নেই।