বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২২ ফেব্রুয়ারি, ২০২২, 6:11 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 6:11 PM

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নগরীর বাজার রোড, কাটপট্টি ও নাজিরের পোল এলাকায় এই অভিযান চালান।
পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় বরিশাল নগরীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ৩টি প্রতিষ্ঠানকে আইন অমান্য করার দায়ে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিদের্শনা অমান্য করে পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৩টি প্রতিষ্ঠানকে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া "মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০" অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।