বরগুনায় মোটরসাইকেল চালক নিহত
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 6:52 PM

NL24 News
১৫ ফেব্রুয়ারি, ২০২২, 6:52 PM

বরগুনায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় সোনাখালি এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অলিউল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলিউল্লাহ বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে হঠাৎ একটি বাইসাইকেল সামনে আসে। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অলিউল্লাহ সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।
সদর হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন বলেন, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।