ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বরখাস্ত হয়ে আবেগঘন বার্তা জাভির

#

ক্রীড়া ডেস্ক

২৫ মে, ২০২৪,  2:33 PM

news image
ছবি: সংগৃহীত

বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট করেছেন জাভি হার্নান্দেজ। ক্লাবের সঙ্গে নানা নাটকীয়তার পরও শেষ বেলায় কোনো আক্ষেপ না রেখে সমর্থক ও ক্লাবকে শুভকামনা জানিয়েছেন এই কিংবদন্তি। প্রিয় ক্লাব ছেড়ে যাওয়া কঠিন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এদিকে আবেগী না হয়ে জাভিকে বাস্তব নির্ভর হওয়ার পরামর্শ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার।

বার্সেলোনা হয়তো এমনই। কিংবদন্তিদের সঙ্গে ক্লাবের সম্পর্ক নিষ্ঠুর। চোখের জলে ভাসিয়ে ক্লাব লিজেন্ডদের তাড়িয়ে দেয়াকে এক রকম প্রথায় পরিণত করেছে কাতালান ক্লাবটি। বার্সা থেকে বিদায় কখনোই সুখকর হয় না ক্লবাটির কিংবদন্তিদের। এক রাশ হতাশা আর ক্ষোভ সঙ্গী করেই ক্লাব ছাড়তে হয়েছে ম্যারাডোনা, কোমেন, মেসিদের। এবারের বিদায়টা বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজের।

একের পর এক নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাভিকে বরখাস্ত করলো কাতালান ক্লাবটি। বার্সেলোনায় শেষ হলো জাভি অধ্যায়। দলের হতশ্রী পারফরম্যান্সেরই বলি হতে হলো কোচকে। এর আগে আরও একবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ কোচ। তবে ক'দিন বাদেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু মাস পেরোতেই এবার বড় এক দুঃসংবাদ পায় সমর্থকরা। জাভির বরখাস্তের খবরে সমর্থকরাও জানান মিশ্র প্রতিক্রিয়া।

 যে ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, পরবর্তীতে সেখানেই কোচিং করানোর সুখস্মৃতি ভোলা কি সহজ! না চাইতেও স্মৃতির পাতায় বারবারই ফিরে আসে সোনালি সে দিনগুলো। ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পরও কোনো রাগ না রেখে বিশাল এক পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। দীর্ঘদিন সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্লাবকেও শুভকামনা জানিয়েছেন জাভি।

বার্সার এ কিংবদন্তি লেখেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার পথচলার ইতি ঘটছে। যে ক্লাবটি আমার জীবন, সেই ক্লাব ছাড়াটা সহজ না। কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকাটা আমার জন্যে গর্বের। এটা আমার দ্বিতীয় বাড়ি। সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই। এখন থেকে আমি বার্সার গ্যালারির একজন সমর্থক হয়ে যাব। সব সময় ক্লাবের ভালো চাই। দারুণ সব কোচিং স্টাফদের নিয়ে একদল সেরা খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি। গত বছর লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য সবাইকে ধন্যবাদ। এই মৌসুমে বিষয়গুলো যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তবে এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। লা মাসিয়ার নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সাহায্য করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।’

এদিকে জাভির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। আবেগ নয়, বরং বাস্তবতাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাবটির সভাপতি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী