ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

বন থেকে দুটি মৃত হরিন উদ্ধার

#

২১ মার্চ, ২০২৩,  1:01 AM

news image

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের বন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।

সোমবার বেলা বারোটার দিকে হরিন দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।


বনবিভাগ সূত্রে জানা যায়, হরিণঘাটা বনের জিনতলা এলাকা থেকে দক্ষিণে বনের গভীরে দুটি মৃত হরিণ দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। এরপর বনের ভিতরের খালের পাড় থেকে হরিণ দুটি উদ্ধার করে সোমবার সন্ধ্যায় পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসে।


স্থানীয়দের থেকে জানা যায় কিছু অসাধু জেলেরা খালে বিষ দিয়ে মাছ শিকার করে। সম্ভবত হরিণ দুটি সেই খাল থেকে পানি পান করায় মারা গেছে।


পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মুহিদুর রহমান জানান, পাথরঘাটায় মুসলধারায় বৃষ্টি হওয়ায় বনের ভিতর থেকে খুঁজে বের করতে একটু বেগ পোহাতে হয়েছে। হরিন দুটো বনের ভিতরে খালের পাড়ে একটি থেকে অপরটি ২০ হাত দুরত্বে পাওয়া গেছে। মৃত হরিণ দুটি প্রায় দেড়শো কেজি হবে। 


পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, মৃত হরিণ দুটি মৃত্যুর কারন উদঘাটনের জন্য স্যামপল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রেপোর্ট পেলে কারন জানা যাবে। এছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণ গুলোর চামড়া ও শিং সংরক্ষণ করা হবে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী