নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৪, 2:31 PM
বন্যায় ভেসে এলো মা ও শিশুর মরদেহ
শেরপুরে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। নালিতাবাড়ী উপজেলায় এক নারীর মরদেহের সঙ্গে ভেসে এসেছে তার শিশুসন্তান। তবে শিশুটির পরিচয় জানাতে পারেনি।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘবেড়েতে মায়ের মরদেহের সঙ্গে ভেসে আসে শিশুটি। ওইদিন সকাল থেকে পাহাড়ি ঢলে শেরপুরের চারটি নদীর পানি বাড়তে শুরু করে। যা পরে বন্যার সৃষ্টি করে। অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তবে ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার অনেক বাসিন্দা এখনও নিরাপদ জায়গায় যেতে পারেননি।
বন্যায় নালিতাবাড়ীতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন হলেন নয়াবিল ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী। অপর তিনজনের পরিচয় জানা যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, “আমরা একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধারের কাজ চলছে।”
এদিকে, ঝিনাইগাতীর মহারশি ও নালিতাবাড়ীর ভোগাই নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে ও উপচে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট তলিয়ে গেছে, বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “জেলার তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং দুর্গতদের উদ্ধার ও শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।”