বনানী কবরস্থানে শায়িত হবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন
১৯ মার্চ, ২০২২, 3:23 PM

NL24 News
১৯ মার্চ, ২০২২, 3:23 PM

বনানী কবরস্থানে শায়িত হবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন
নিজস্ব প্রতিনিধি : শনিবারর মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। রোববার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার প্রথমে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় প্রথম জানাজা হবে। এরপর সুপ্রিম কোর্টে হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাহাবুদ্দীন আহমদের দুই ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন।
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তালুকদার রিসাত আহমেদ; তিনি একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন।